শিরোনাম
এনভিডিয়াকে টেক্কা দিতে এআইভিত্তিক কম্পিউটিং সিস্টেম আনল চীনের হুয়াওয়েভুল ট্রেনে উঠে ধর্ষণের শিকার তরুণী: গ্রেপ্তার ৩ আসামির স্বীকারোক্তিকৃষি গবেষণা ইনস্টিটিউটে ৯৭ জনের চাকরিঅস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ করেও লাভ হচ্ছে না উইন্ডিজেরপ্রথম টিকিটেই বাজিমাত বাংলাদেশি খোরশেদের, আরব আমিরাতে জিতলেন ১৬ লাখ টাকামহাকাশে বিরল ব্ল্যাকহোলের সন্ধান, গ্রাস করছে নক্ষত্রমেসির অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামিমিশিগানে ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত, সন্দেহভাজন ১ আটকনান্দাইলে লাথি মেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, যুবক আটকযাঁরা মামলা বাণিজ্য করছেন, চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে: হাসনাত

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেল ২ শিক্ষার্থী, সংকটাপন্ন ৪

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেল ২ শিক্ষার্থী, সংকটাপন্ন ৪

Ajker Patrika

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেল ২ শিক্ষার্থী, সংকটাপন্ন ৪

ঢামেক প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৫: ৫৪

Photo

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন ইনস্টিটিউটের পরিচালক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ২ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ শনিবার (২৬ জুলাই) দুপুরের পর তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

আজ বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন।

পরিচালক বলেন, আজ সকালে মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৩) নামে পরপর দুইজনের মৃত্যু হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুইজনকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এরা হলো স্কুলটির শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)।

তিনি বলেন, এখন ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে ৪ জন। যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সিবিআর ক্যাটাগরিতে অর্থাৎ এদের চাইতে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্য ওয়ার্ড ভর্তি রয়েছে। আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button