শিরোনাম
এনভিডিয়াকে টেক্কা দিতে এআইভিত্তিক কম্পিউটিং সিস্টেম আনল চীনের হুয়াওয়েভুল ট্রেনে উঠে ধর্ষণের শিকার তরুণী: গ্রেপ্তার ৩ আসামির স্বীকারোক্তিকৃষি গবেষণা ইনস্টিটিউটে ৯৭ জনের চাকরিঅস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ করেও লাভ হচ্ছে না উইন্ডিজেরপ্রথম টিকিটেই বাজিমাত বাংলাদেশি খোরশেদের, আরব আমিরাতে জিতলেন ১৬ লাখ টাকামহাকাশে বিরল ব্ল্যাকহোলের সন্ধান, গ্রাস করছে নক্ষত্রমেসির অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামিমিশিগানে ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত, সন্দেহভাজন ১ আটকনান্দাইলে লাথি মেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, যুবক আটকযাঁরা মামলা বাণিজ্য করছেন, চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে: হাসনাত

রেলকে লাভজনক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে: শেখ মইনুদ্দিন

রেলকে লাভজনক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে: শেখ মইনুদ্দিন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বলেছেন, রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে। রেলকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। রেল-ব্যবস্থা আরও কার্যকর ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে এসব কথা বলেন শেখ মইনুদ্দিন।

শেখ মইনুদ্দিন বলেন, বর্তমানে দেশের সড়ক মেরামতে বিপুল ব্যয় হচ্ছে। সে তুলনায় রেলযোগাযোগ অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী হতে পারে, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করি।

তিনি আরও বলেন, যেসব রেললাইন লাভজনকভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোকে আরও আধুনিক ও উন্নত করতে হবে। পাশাপাশি যে রুটগুলো সম্ভাবনাময়, কিন্তু এখনো রেল পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হয়নি, সেগুলোতেও দ্রুত অগ্রগতি প্রয়োজন।

রেলপথ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের অনেক অঞ্চলে এখনো রেল পৌঁছায়নি। এসব এলাকায় রেল সংযোগ স্থাপনও সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।’

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button