শিরোনাম

বড়াইগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত

বড়াইগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি গাড়িকে অতিক্রম করার সময় প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছেন।

আজ শনিবার বেলা দেড়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের মকিমপুর ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে হাসান আলী (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

ওসি ইসমাইল হোসেন বলেন, নাটোর থেকে পাবনাগামী একটি প্রাইভেট কার নাটোর-পাবনা মহাসড়কের মকিমপুর ঢালান এলাকায় অজ্ঞাত একটি গাড়িকে অভারটেকিং করার সময় কয়েন বাজার থেকে বনপাড়াগামী ব্যাটারিচালিত অটোভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই ভ্যানের চালক নিহত হন।

ওসি আরও বলেন, প্রাইভেট কার ও অটোভ্যান জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button