শিরোনাম
রায়পুরায় অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী আটকজাতীয় সনদকে ঐতিহাসিক দলিল রূপে পেশ করার লক্ষ্য নিয়েই কাজ করছে কমিশন: আলী রীয়াজ‘চাঁদাবাজদের’ কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দীন আহমেদগাজায় ‘টোকিও-বার্লিন দখলের মার্কিন কৌশল’ নিচ্ছে ইসরায়েলপণ্য ডেলিভারির জন্য মেট্রোরেল ব্যবহার করবে চীনের রোবট১ আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে উত্তরাঞ্চলের ৩ জেলামাদারীপুরে কারাবন্দী বীর মুক্তিযোদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেনবাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ আটক ৮অস্ট্রেলিয়ার বিপক্ষে সান্ত্বনার জয়টুকু পাবে তো ওয়েস্ট ইন্ডিজ

কারখানা বন্ধে বড় ধাক্কা বিএটিবিসির মুনাফায়

কারখানা বন্ধে বড় ধাক্কা বিএটিবিসির মুনাফায়

বিক্রি হ্রাস ও ঢাকার কারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে দ্বিতীয় প্রান্তিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) মুনাফায় ধস নেমেছে। চলতি বছরের এপ্রিল-জুন মেয়াদে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৮১ শতাংশ কমে এসেছে।

গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রকাশিত তথ্যমতে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বিএটিবিসির ইপিএস দাঁড়িয়েছে মাত্র ১ টাকা ৮০ পয়সা। এক বছর আগে এই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ৪৮ পয়সা। কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এক প্রান্তিকে কখনো এত কম মুনাফা করেনি।

এই ধসের প্রভাব পড়েছে অর্ধবার্ষিক হিসাবেও। জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১৭ টাকা ১৪ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রি কমে যাওয়া এবং ঢাকার কারখানা বন্ধ হওয়ার ফলে ব্যয় বাড়ে ও উৎপাদন বাধাগ্রস্ত হয়, যার প্রত্যক্ষ প্রভাব পড়ে মুনাফায়।

গত ১৪ মে পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’ মহাখালী ডিওএইচএস থেকে বিএটিবিসির তামাক কারখানা সরিয়ে নেওয়ার দাবি জানায়। এরপর ১ জুলাই কারখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে কোম্পানির নিবন্ধিত অফিস মহাখালী থেকে স্থানান্তর করে আশুলিয়ার দেওড়া, ধামসোনা, বলিভদ্র বাজারে নেওয়া হয়।

বিএটিবিসি বাংলাদেশে ডানহিল, লাকি স্ট্রাইক, কেন্ট, পলমল, কুল, বেনসন এবং রথম্যান্স ব্র্যান্ডের তামাকজাত পণ্য উৎপাদন করে। বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনাকারী এ প্রতিষ্ঠানটি তামাক বিক্রির দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button