শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত’ রাষ্ট্র গঠন: ফরহাদ মজহারআবার নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা-কর্মী বহিষ্কারসিরাজদিখানে অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধারজুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু মাহমুদ চৌধুরীনিয়োগ-বাণিজ্যের টাকা উদ্ধারের নামে আত্মসাতের অভিযোগ চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধেউত্তরায় শর্তসাপেক্ষে উঠছে নিষেধাজ্ঞা, ফের শুটিং শুরুর ইঙ্গিতআমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি: নাহিদরামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তারমানব পাচারকারীদের মুখোশ উন্মোচন করবে ‘ফিল্ডস অব ফ্রিডম’

ইরানের স্যাটেলাইট মহাকাশে, উৎক্ষেপণ করল রুশ রকেট: ইরান

ইরানের স্যাটেলাইট মহাকাশে, উৎক্ষেপণ করল রুশ রকেট: ইরান

রাশিয়ার তৈরি রকেটের মাধ্যমে মহাকাশে নিজেদের একটি যোগাযোগ উপগ্রহ পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। দেশটির মহাকাশ প্রযুক্তির এই সর্বশেষ সাফল্য পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশকে উদ্বেগে ফেলেছে।

আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে বলা হয়, ‘নাহিদ-২ যোগাযোগ উপগ্রহটি রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে।

‍‘১১০ কেজি (২৪০ পাউন্ড) ওজনের এই উপগ্রহ ইরানি প্রকৌশলীরা ডিজাইন ও তৈরি করেছেন।’

পশ্চিমা বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে, ইরানের মহাকাশ কর্মসূচির প্রযুক্তিগত অগ্রগতি হয়তো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার উন্নত করতে ব্যবহার করা হতে পারে।

তুরস্কের ইস্তাম্বুলে আজ ইরান ও ব্রিটেন এবং ফ্রান্স ও জার্মানির মধ্যে পরমাণু আলোচনা শুরুর কিছুক্ষণ আগে এই খবর দিল ইরান।

এদিন সকালে শুরু হওয়া বৈঠক গত জুনে ইসরায়েলের ইরানে হামলার পর প্রথম। ওই হামলা ১২ দিনের সংঘাতের জন্ম দিয়েছিল। সে সময় ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে ইরান ঘোষণা করেছিল, তারা এখন পর্যন্ত সবচেয়ে ভারী পেলোড (মহাকাশযান যা উপগ্রহ, গবেষণা সরঞ্জাম, বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন করে) মহাকাশে পাঠিয়েছে, যা উৎক্ষেপণে ব্যবহার করা হয় দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট বাহক রকেট।

গত সেপ্টেম্বরে ইরান জানিয়েছিল, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বিভাগের তৈরি করা গায়েম-১০০ নামের বাহক ব্যবহার করে চামরান-১ গবেষণা উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button