শিরোনাম

সিলেটে ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত, আটক ১

সিলেটে ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত, আটক ১

সিলেটে তৌফিক ওমর তানভীর (২১) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভোররাতে এ ঘটনায় জড়িত সন্দেহে মারুফ আহমেদ নামের একজনকে আটক করেছে পুলিশ।

তৌফিক ওমর তানভীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটির স্থগিত হওয়া কমিটির সংগঠক ছিলেন। কমিটি গঠনের এক দিনের মাথায় স্থগিত করা হয়। আটক মারুফ আহমেদ (১৮) নগরীর আখালিয়া নোয়াপাড়া এলাকার আনসার আলীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের সামনে একদল দুর্বৃত্ত তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই রাতেই আখালিয়া এলাকা থেকে একজনকে আটক করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আহত তানভীরের অবস্থা এখন শঙ্কামুক্ত। ইতিমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button