শিরোনাম
১০টি বিষয়ে ঐকমত্য এসেছে, তৈরি হয়েছে সনদের প্রাথমিক খসড়া: আলী রীয়াজমিরসরাইয়ে যুবলীগের সাবেক নেতাসহ ২ জনকে গুলিভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটা

মা-বাবার সঙ্গে আপস করলেন সেই তরুণী

মা-বাবার সঙ্গে আপস করলেন সেই তরুণী

শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিকার ও নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করা সেই তরুণীর সঙ্গে তাঁর অভিভাবকদের আপস হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ কথা জানান তরুণী মেহরীন আহমেদ। এ সময় তাঁর মা-বাবাও উপস্থিত ছিলেন।

এদিকে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম মামলাটি খারিজ করে দেন।

রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী মেহরীন আহমেদ গত ২২ জুন এই মামলা করেছিলেন। পরে তাঁর মা-বাবাকে আদালত তলব করলে ১০ জুলাই মামলার শুনানি হয়।

শুনানির সময় ১৯ বছর বয়সী মেহরীন মা-বাবার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমাকে প্রতিনিয়ত শারীরিক-মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। আমাকে তাঁরা মানসিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।…আমি আমার সুরক্ষা চাই। আমি জাস্টিস চাই।’

বাদী আরজিতে আরও বলেন, তিনি প্রাপ্তবয়স্ক হলেও মা-বাবা তাঁর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন।

শুনানির পর আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছিলেন। আজ মেহেরীন ও তাঁর মা-বাবা আদালতে হাজির হন।

মেহেরীন এ সময় আদালতকে জানান, মা-বাবার সঙ্গে তাঁর আপস হয়েছে। তিনি আর এই মামলা চালাতে ইচ্ছুক নন। পরে আদালত মামলাটি খারিজ করেন।

মেহেরীনের আইনজীবী সুমাইয়াদ শাহরিয়ার মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপসমূলে মামলা খারিজ করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button