শিরোনাম
সীমান্ত পেরিয়ে মেঘালয়ে ৫ বাংলাদেশি আটক, ৩ জন আ.লীগের কর্মী বলে দাবিফিলিপিনো নৌযান তাড়া করে নিজেদের যুদ্ধজাহাজে আঘাত চীনা কোস্ট গার্ডেরজেনেভা ক্যাম্পে মাদকের কারবার নিয়ন্ত্রণের সংঘর্ষে যুবক নিহতডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ৪৩৪ জনকাদা ছিটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০দেশ আপনাদের হাতে থাকবে, তবে ‘ঘুঘু’ থেকে সাবধান: তারেক রহমানমুখে রোমকূপ বড় হয়ে গেছে? ভালো করার ৬ উপায় জেনে নিনকুয়েট হলের ৩৪ লাখ টাকা তোলা হলো প্রভোস্টের ‘পারিবারিক প্রয়োজনে’রাতে ‘আটক রেখে’ বিবাহ, পরদিন দেনমোহরের টাকা নিয়ে বিচ্ছেদ৬৫ বছর পর অ্যান্টার্কটিকায় পাওয়া গেল ব্রিটিশ অভিযাত্রীর দেহাবশেষ

সাভারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার সাভারে আব্দুল মালেক (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয় বলে পুলিশের ধারণা।

আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে রুপার অলংকার তৈরির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল-সংলগ্ন একটি টায়ার কারখানার পাশে গাছের সঙ্গে মালেকের লাশ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি স্থানীয় ভাকুর্তা পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মালেকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বলেন, ‘মালেকের মাথার ডান পাশে ও পেছনের দিকে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর লাশ রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button