শিরোনাম

এসএসসির নামে প্রতারণা: শিক্ষকদের হাতে শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস

এসএসসির নামে প্রতারণা: শিক্ষকদের হাতে শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস

ক্রাইম জোন ২৪।। প্রবেশপত্র না পাওয়ায় কিশোরগঞ্জের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না। এই ঘটনায় চরম ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এক অভিভাবক মোছা. আসমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের গাফিলতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম (৪৫), সহকারী শিক্ষক মাজাহারুল (৩৫), মুজাম্মেল (৪০) ও সাকাওয়াত (৪০) শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের ফি বাবদ জনপ্রতি ৩ হাজার ৫০০ টাকা করে নিয়েছিলেন। অভিযোগ রয়েছে, কারও কাছ থেকে ৪ হাজার, আবার কারও কাছ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

অভিভাবকরা অভিযোগ করেন, ৮ এপ্রিল সকালে প্রবেশপত্র চাইতে গেলে প্রধান শিক্ষক শামীমসহ শিক্ষকরা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বেশি কথা বললে হয়রানির হুমকিও দেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক শামীম জানান, “আমার স্কুলে রেজিস্ট্রেশন নম্বর নেই। তাই অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করি। এবার যে প্রতিষ্ঠানের মাধ্যমে করছিলাম, তারা জানিয়েছে, কয়েকজন শিক্ষার্থী একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় রেজিস্ট্রেশন হয়নি। বাকি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।”

জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা বলেন, “কাল পরীক্ষা শুরু। এখন কিছুই করা সম্ভব না। স্কুলটির সরকারি রেজিস্ট্রেশন নেই। বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারা যেভাবে নির্দেশনা দেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button