শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

মিয়ানমারে ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

মিয়ানমারে ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

ক্রাইম জোন ২৪।। মিয়ানমারে গত শুক্রবার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ৯০ জন আটকে রয়েছেন এবং তাদের মধ্যে এক নারীকে ৩০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের পর উদ্ধার অভিযান শুরু হয় এবং ৩০ ঘণ্টা পর এক নারীকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়ার পরপরই তাকে স্ট্রেচারে তোলা হয় এবং তার স্বামী তাকে জড়িয়ে ধরে হাসপাতালে নিয়ে যান।

জীবিত উদ্ধার হওয়া ওই নারীর স্বামী বলেন, “শুরুতে আমি ভাবিনি সে বেঁচে থাকবে, কিন্তু আমি খুব খুশি ভালো সংবাদ শুনে।”

ভয়াবহ ভূমিকম্পের ফলে মিয়ানমারে এখন পর্যন্ত ১,৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকে আছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পে মিয়ানমারে ১০,০০০ থেকে ১,০০,০০০ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, থাইল্যান্ডে নির্মাণাধীন একটি বহুতল ভবনও ভূমিকম্পের কারণে ধসে পড়ে এবং সেখানে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button