শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

‘কিছু বুদ্ধিজীবী দেশে বিভাজন তৈরি করতে চায়’—নুরুল হক নুর

‘কিছু বুদ্ধিজীবী দেশে বিভাজন তৈরি করতে চায়’—নুরুল হক নুর

ক্রাইম জোন ২৪।। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, কিছু বুদ্ধিজীবী কৌশলে গণঅভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়। এতে নৈরাজ্যের আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সেনাবাহিনী জনগণের পাশে এসে না দাঁড়ালে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো। কিন্তু এখন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্র সমন্বয়কেরা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করছেন এবং এর দায় সেনাবাহিনী ও সরকারের ওপর চাপাচ্ছেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐকমত্যের প্রয়োজন নেই। ৫ আগস্টের গণরায়ে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের করা হয়, যা জাতীয় প্রেস ক্লাব ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান, হাসান আল-মামুন প্রমুখ।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button