বরিশালে হিরণ স্কয়ারে নিরাপত্তাহীনতা, অসামাজিক কার্যকলাপের অভিযোগ


ক্রাইম জোন ২৪।। বরিশাল শহরের অন্যতম কেন্দ্রীয় স্থান হিরণ স্কয়ার কোর্টের নির্দেশে বন্ধ রাখার কথা থাকলেও, বাস্তবে গেটের সামনে শুধু বাঁশ দিয়ে পথ আটকে রাখা হয়েছে। এতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় রাতের অন্ধকারে কিছু ব্যক্তি সেখানে প্রবেশ করে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ ও অসামাজিক কার্যকলাপে জড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের মতে, গেট আটকে রাখার ব্যবস্থা পর্যাপ্ত নয়। বরং কড়া নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গভীর রাতে সন্দেহজনক কিছু লোক সেখানে ঢুকছে। বরিশালের বিবির পাড়ের মতো স্পর্শকাতর এলাকায় এমন পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করছেন স্থানীয়রা।
এক দোকানদার বলেন,
“প্রতিদিন রাতে কিছু লোক গেটের বাঁশ সরিয়ে ভেতরে ঢুকে যায়। আমরা দূর থেকে দেখি, কিন্তু কিছু বলতে পারি না। প্রশাসন এ বিষয়ে উদাসীন থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
স্থানীয়রা জানান, হিরণ স্কয়ারের বর্তমান অবস্থা নিয়ে এখনো প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এটি ব্যক্তিগত জমির ওপর গড়ে উঠলেও নিরাপত্তা নিশ্চিতে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন নগরবাসী।