ফরচুন বরিশালের ট্রফি প্রদর্শনীতে চরম বিশৃঙ্খলা, আহত অনেকে


বরিশালের বেলস পার্কে ফরচুন বরিশালের বিপিএল ট্রফি প্রদর্শনী চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত এ আয়োজনে হাজারো দর্শকের ভিড় সামলাতে ব্যর্থ হয় আয়োজক কর্তৃপক্ষ, যার ফলে অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয় এবং অনেকে আহত হন।
ঘোষণা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠানের সূচি থাকলেও বিকেল ৫টায় খেলোয়াড়রা স্টেজে ওঠেন। এ সময় উত্তেজিত দর্শকরা গ্যালারি ভেঙে ভিআইপি জোনে ঢুকে পড়েন, ফলে স্টেজ ও পুরো আয়োজনের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত ভিড়ের কারণে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও নারীরা চরম ভোগান্তির শিকার হন। বিশৃঙ্খলার মধ্যে পড়ে কয়েকজন সাংবাদিক ও দর্শক আহত হন।
অনুষ্ঠানের শুরু থেকেই গ্যালারি ও স্টেজ এলাকায় কিছু বিশৃঙ্খল লোকজন অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকার কারণেই এই বিশৃঙ্খলা তৈরি হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এক আহত ব্যক্তি বলেন, “প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ শুরু থেকেই সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারেনি। এত বড় আয়োজনে প্রশাসনের উপস্থিতি প্রয়োজনের তুলনায় কম ছিল। ফলে বিশৃঙ্খল ব্যক্তিরা সুযোগ নেয়। সময়মতো খেলোয়াড়দের স্টেজে আনতে পারলে হয়তো পরিস্থিতি এমন হত না।”
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, “অনুষ্ঠান শেষে বিশৃঙ্খলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আয়োজকরা সময়মতো অনুষ্ঠান শেষ করলে হয়তো এমন পরিস্থিতি হতো না। এটি একটি বেসরকারি আয়োজন হওয়ায় আমরা যতটুকু পেরেছি সহায়তা করেছি। তবে জনবল সংকট থাকায় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি।”
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে ফরচুন বরিশাল। এরপর ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন যে, ৯ ফেব্রুয়ারি বরিশালের বেলস পার্কে খেলোয়াড়দের নিয়ে ট্রফি প্রদর্শনী আয়োজন করা হবে। তবে আয়োজনে অব্যবস্থাপনার কারণে বরিশালের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশিত উৎসব বিশৃঙ্খলার মধ্যে শেষ হয়।