ভারতে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত, তদন্ত শুরু


ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে ভারতীয় বিমান বাহিনীর একটি মিরেজ-২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাইলটরা সময়মতো নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে।
মিরেজ-২০০০ ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধবিমান, যা বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে পুরোনো বিমানগুলোর নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টদের উদ্বেগ রয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং বিমান বাহিনীর বিশেষজ্ঞ দল তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।