বরিশালে আমির হোসেন আমুর বাসভবন গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা


বরিশালে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে তারা ভবনটি ভাঙা শুরু করে। এর আগে রাত দেড়টার দিকে মিছিলসহকারে ভবনের সামনে অবস্থান নেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে বরিশালের কালীবাড়ি রোডে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর ছাত্র-জনতা জীবনানন্দ দাশ সড়কে আমির হোসেন আমুর বাসভবনের সামনে জড়ো হয়। কিছুক্ষণ পরই তারা ভবনটি ভাঙতে শুরু করে।
এক শিক্ষার্থী আকিব বলেন, “ফ্যাসিবাদের যত আস্তানা আছে, আমরা তা গুঁড়িয়ে দেব। জনগণের টাকা দিয়ে এই প্রাসাদ তৈরি করা হয়েছে।”
স্থানীয় জনতা মোস্তাফিজ বলেন, “ভারতে পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে হুমকি দিচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের ইতিহাস মুছে ফেলা হবে।”
এর আগে বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ঘোষণার পর বরিশাল নগরীতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধ জনতা প্রথমে সেরনিয়াবাত ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং পরে ভবনের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলে।
অবস্থার অবনতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়। সদর রোড, কালীবাড়ি, হাসপাতাল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, রাত প্রায় ১২টা ৪৫ মিনিটের দিকে বিএনপি নেতাকর্মীদের হাসপাতাল রোড এলাকায় মিছিল ও শোডাউন করতে দেখা যায়।
নগরীতে এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।