শিরোনাম

ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে আগুন

বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলা

ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে আগুন

ভোলার গাজীপুর রোডে অবস্থিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাঁর ‘প্রিয় কুটির’ নামের বাড়িতে হামলা চালায় এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাড়িটি ছিল তোফায়েল আহমেদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র, তবে ৫ আগস্টের সরকার পতনের পর এটি পরিত্যক্ত হয়ে পড়ে।

মধ্যরাতে, বিক্ষুব্ধ জনতা তোফায়েল আহমেদকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে প্রথমে বাড়িটিতে ভাঙচুর চালায় এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেয়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button