ভোলার গাজীপুর রোডে অবস্থিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাঁর 'প্রিয় কুটির' নামের বাড়িতে হামলা চালায় এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাড়িটি ছিল তোফায়েল আহমেদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র, তবে ৫ আগস্টের সরকার পতনের পর এটি পরিত্যক্ত হয়ে পড়ে।
মধ্যরাতে, বিক্ষুব্ধ জনতা তোফায়েল আহমেদকে 'স্বৈরাচারের দোসর' আখ্যা দিয়ে প্রথমে বাড়িটিতে ভাঙচুর চালায় এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]