শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশাল রেঞ্জ ডিআইজি: মাদক ও ইভটিজিং বন্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

বরিশাল রেঞ্জ ডিআইজি: মাদক ও ইভটিজিং বন্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, রাত ৮টার পর যদি শিক্ষার্থীরা রাস্তায় দেখা যায়, তাদের গ্রেফতার করা হবে এবং কোনো তদবিরে ছাড় দেওয়া হবে না। মাদক ও ইভটিজিং বন্ধ করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পুলিশ আজ থেকেই মাদক ও ইভটিজিং বিরোধী অভিযান চালাবে। এছাড়া, তিনি সকল শিক্ষার্থীর পিতামাতাকে তাদের সন্তানের দিকে সঠিকভাবে নজর রাখতে আহ্বান জানান, কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারা মাদকমুক্ত দেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।

বুধবার বিকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখির সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, বরিশাল পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন শিকদার, উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি রাসেল সরদার মেহেদী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম সরদার, প্রধান শিক্ষক লিপি বাড়ৈ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, আগৈলঝাড়া প্রেস ক্লাব সভাপতি মাহাবুব ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এইচএম মাসুম।

আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইমাম, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং স্থানীয় সুধীজন প্রমুখ।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button