শিরোনাম

ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৫ ডাকাত গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৫ ডাকাত গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি ও একটি পিকআপ।

বুধবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের আল আমিন (৩৭), যশোরের আশ্রমরোড এলাকার রিয়াজ হোসেন হৃদয় (৩০), ইয়াছিন আরাফাত (২৭), বরিশাল বন্দর থানার আসাদুজ্জামান তুহিন খান (৪৮) ও তার সহোদর জীবন খান (৩৬)।

ওসি মো. ইউনুস মিয়া আরও জানান, অভিযানের সময় রাজিব হোসেনসহ আরও ২-৩ জন ডাকাত পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এজাহারে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আশোকাঠী বাসস্ট্যান্ডের কাছে জিন্নাত আলী হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১২-২২০৬) এবং ডাকাতির অন্যান্য সরঞ্জামাদি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button