শিরোনাম

ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা

ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা

ছাত্রলীগের সহিংস কর্মকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। মঙ্গলবার সকালে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ছাত্রলীগের অপরাধমূলক কার্যক্রমের যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে, জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ আয়োজন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ ছাত্রসমাজকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button