শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বিসিসির সিসি ক্যামেরা কেলেঙ্কারির তদন্ত শুরু

বিসিসির সিসি ক্যামেরা কেলেঙ্কারির তদন্ত শুরু

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) স্থাপিত ৪২০টি সিসি ক্যামেরার মধ্যে ৮০টি চুরি ও ক্যাবল উধাও হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

২০১৭ সালে আড়াই কোটিরও বেশি টাকা ব্যয়ে বরিশাল নগরীতে ৪২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। তবে কয়েক মাস পরই বেশিরভাগ ক্যামেরা বিকল হয়ে পড়ে। বর্তমানে ৮০টি ক্যামেরা চুরি ও ৪২০টি ক্যামেরার ক্যাবল উধাও হয়েছে।

বিসিসির নির্বাহী প্রকৌশলী অহিদ মুরাদ জানান, রক্ষণাবেক্ষণের জন্য বাজেট না থাকায় ক্যামেরাগুলোর দেখভাল করা সম্ভব হয়নি। এ সুযোগে ক্যামেরা ও ক্যাবল চুরি হয়ে যায়।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, ক্যামেরাগুলো কার্যকর না থাকায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম জানান, বিসিসির সিসি ক্যামেরার লিংক পেলে পুলিশ সেগুলো মনিটরিংয়ের আওতায় আনতে পারত। তবে বিসিসি তাতে আগ্রহ দেখায়নি।

সাধারণ মানুষ বিসিসির অবহেলাকে দায়ী করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button