বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) স্থাপিত ৪২০টি সিসি ক্যামেরার মধ্যে ৮০টি চুরি ও ক্যাবল উধাও হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
২০১৭ সালে আড়াই কোটিরও বেশি টাকা ব্যয়ে বরিশাল নগরীতে ৪২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। তবে কয়েক মাস পরই বেশিরভাগ ক্যামেরা বিকল হয়ে পড়ে। বর্তমানে ৮০টি ক্যামেরা চুরি ও ৪২০টি ক্যামেরার ক্যাবল উধাও হয়েছে।
বিসিসির নির্বাহী প্রকৌশলী অহিদ মুরাদ জানান, রক্ষণাবেক্ষণের জন্য বাজেট না থাকায় ক্যামেরাগুলোর দেখভাল করা সম্ভব হয়নি। এ সুযোগে ক্যামেরা ও ক্যাবল চুরি হয়ে যায়।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, ক্যামেরাগুলো কার্যকর না থাকায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম জানান, বিসিসির সিসি ক্যামেরার লিংক পেলে পুলিশ সেগুলো মনিটরিংয়ের আওতায় আনতে পারত। তবে বিসিসি তাতে আগ্রহ দেখায়নি।
সাধারণ মানুষ বিসিসির অবহেলাকে দায়ী করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]