বরিশালে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারণা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বরিশাল জেলা শাখায় প্রচারণার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই কর্মসূচির প্রস্তাবনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বরিশাল জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির প্রচারণা চালানো হয়েছে।
প্রচারণায় নেতৃত্ব দেন শহীদ জিয়া জাতীয়তাবাদী সৈনিক এবং বরিশাল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাঈমুর রহমান মামুন। দলীয় সংগঠন জিয়া ফাইবার ফোর্সের সহযোগিতায় অনলাইনে এবং রাজপথে নির্ভীক প্রচারণা চালানো হয়।
উল্লেখ্য, বিএনপির এই ৩১ দফা কর্মসূচি দেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।