শিরোনাম
ইউরোপ পাঠানোর নামে মিশরে নিয়ে জিম্মি করতেন তাঁরা, দেড় কোটি টাকাসহ পাঁচজন ধরাডিগ্রি শেষ, তবুও ছাত্রনেতা! শিক্ষার্থীদের ক্ষোভে সরগরম হাতেম আলী কলেজরাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাস থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৪শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট খারিজনারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহকারী ইভনকে কুপিয়ে হত্যাছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবলড, অভিযোগ শিবিরেরওগাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ‘পাকিস্তান ম্যাচ বয়কট করলে ভারতকে শাস্তি দিত আইসিসি’১৫ বছরে অর্থনীতি ও রাজনীতিকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ: মির্জা ফখরুল

উত্তরাখণ্ডে ভুয়া সাধু-সন্ন্যাসী দমনে কোমর বেঁধে নেমেছে পুলিশ, গ্রেপ্তার ১৪ ‘ভুয়া বাবা’

ভারতের উত্তরাখণ্ডে এক বিশেষ অভিযানে ১৪ ভুয়া সাধু-সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজ্যের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার মহাপরিদর্শক নিলেশ আনন্দ ভরনে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ‘অপারেশন কালনেমি’ নামের বিশেষ এই অভিযানে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এক হাজারের বেশি মানুষের বিরুদ্ধে।

ভুয়া সন্ন্যাসী বা সাধুদের দ্বারা সংঘটিত প্রতারণাসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হচ্ছে।

নিলেশ আনন্দ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। কেউ ভুয়া কাগজপত্রের মাধ্যমে চিকিৎসক সেজে ভুলভাল চিকিৎসা দিচ্ছেন। কেউ আবার আধ্যাত্মিক পদ্ধতিতে রোগ সারানোর কথা বলে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ছেন।

অভিযানের আওতায় হরিদ্বারে প্রায় ২ হাজার ৭০০ জনের বিরুদ্ধে তদন্ত করা হয়, বিপরীতে গ্রেপ্তার হন তিনজন। দেরাদুনে ৯২২ জনকে জিজ্ঞাসাবাদ করে পাঁচজনকে ধরা হয়। পাশাপাশি টেহরি, পাউরি, আলমোড়া, নৈনিতালসহ একাধিক জেলায় একই ধরনের অভিযান চলছে। সব ভুয়া ‘বাবা’কে গ্রেপ্তার না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেন জানান তিনি।

পুলিশ বলছে, দেবভূমির ‘পবিত্র ভাবমূর্তি’ রক্ষা করার স্বার্থেই এ অভিযান চালানো হচ্ছে। কারণ, উত্তরাখণ্ড হিন্দুধর্মাবলম্বীদের কাছে বিশেষ আধ্যাত্মিক গুরুত্বের জায়গা। চারধাম যাত্রা, হরিদ্বারের গঙ্গাতট কিংবা কেদারনাথ-বদ্রিনাথ—সবই এই রাজ্যের অংশ। সেখানে যদি ভুয়া সাধু-সন্ন্যাসীর আস্তানা গড়ে ওঠে, তবে সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

রামায়ণে রাক্ষসরাজ রাবণের মামা মারিচের ছেলের নামে এই অভিযানের নামকরণ হয়েছে ‘কালনেমি’। পৌরাণিক কাহিনি অনুযায়ী, সঞ্জীবনী বুটি আনার সময় সাধুর বেশে ছদ্মবেশী হয়ে হনুমানকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button