শিরোনাম
গাজা যুদ্ধের কভারেজ নিয়ে ক্ষুব্ধ সাংবাদিক ঘোষণা দিয়ে রয়টার্স ছাড়লেনঅনলাইন জুয়ার দাপট ঠেকাতে ভারতে বিল পাস, নিষিদ্ধ ৫ অ্যাপচিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভশাহরুখ ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগআহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিতজুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশনন্যায় ও মানবাধিকারের অনন্য দৃষ্টান্তবরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল ভোলায়, এক লাখ মানুষের কর্মসংস্থানের আশাবরিশাল পোর্ড রোড ঘাটে অতিরিক্ত খাজনা আদায়ের ★প্র*তি*বা*দে★ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের ★বি*ক্ষো*ভ★

বরিশাল পোর্ড রোড ঘাটে অতিরিক্ত খাজনা আদায়ের ★প্র*তি*বা*দে★ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের ★বি*ক্ষো*ভ★

বরিশাল পোর্ড রোড ঘাটে অতিরিক্ত খাজনা আদায়ের ★প্র*তি*বা*দে★ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের ★বি*ক্ষো*ভ★

আজ বরিশাল পোর্ট রোড ঘাটে বিক্ষোভ করেন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা।। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক মন প্রতি ৮০ টাকা আদায় করা হতো।। গত ৫ই আগস্ট এর পর স্বৈরাচারীদের এই অত্যাচার বন্ধ হলেও।

বর্তমানে আবার শুরু করেছে দলের নাম ভাঙ্গিয়ে স্বঘোষিত পোর্ডরোড মৎস আড়দের সাধারণ সম্পাদক – কামাল শিকদার ওরফে ( ছোট কামাল) ও স্বঘোষিত সভাপতি – আব্দুস সালাম এবং বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ঘাট ইজারাদার আল-আমীন। মূলত এরা বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের অনুসারী। এবং স্থানীয় সূত্রে আরো জানা জায় জিয়া উদ্দিন শিকদারের শেলক শোহাগও রয়েছেন ঘাট ইজারাদারের অংশীদার হিসেবে।

এসব কারনে চুপ করে জুলুম শিকার করতে হচ্ছে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের।। কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় আজ সকালে তাদের বিক্ষোভের মধ্য দিয়ে।। এবং ব্যবসায়ীরা দাবি করে যদি আওয়ামীলীগের মতো তারাও এমন জুলুম করেন তবে অচিরেই ধ্বংস হয়ে যাবে বরিশালের অন্যতম ঐতিহ্যবাহী এই মৎস্য অবতরণ কেন্দ্রটি।।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button