আজ বরিশাল পোর্ট রোড ঘাটে বিক্ষোভ করেন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা।। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক মন প্রতি ৮০ টাকা আদায় করা হতো।। গত ৫ই আগস্ট এর পর স্বৈরাচারীদের এই অত্যাচার বন্ধ হলেও।
বর্তমানে আবার শুরু করেছে দলের নাম ভাঙ্গিয়ে স্বঘোষিত পোর্ডরোড মৎস আড়দের সাধারণ সম্পাদক - কামাল শিকদার ওরফে ( ছোট কামাল) ও স্বঘোষিত সভাপতি - আব্দুস সালাম এবং বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ঘাট ইজারাদার আল-আমীন। মূলত এরা বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের অনুসারী। এবং স্থানীয় সূত্রে আরো জানা জায় জিয়া উদ্দিন শিকদারের শেলক শোহাগও রয়েছেন ঘাট ইজারাদারের অংশীদার হিসেবে।
এসব কারনে চুপ করে জুলুম শিকার করতে হচ্ছে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের।। কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় আজ সকালে তাদের বিক্ষোভের মধ্য দিয়ে।। এবং ব্যবসায়ীরা দাবি করে যদি আওয়ামীলীগের মতো তারাও এমন জুলুম করেন তবে অচিরেই ধ্বংস হয়ে যাবে বরিশালের অন্যতম ঐতিহ্যবাহী এই মৎস্য অবতরণ কেন্দ্রটি।।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]