শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বিটিভিকে আধুনিক করে নতুন আকারে সাজানোর পরিকল্পনা সরকারের

বিটিভিকে আধুনিক করে নতুন আকারে সাজানোর পরিকল্পনা সরকারের

সরকার রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)কে আধুনিক এবং বৃহৎ আকারের সম্প্রচার মাধ্যম হিসেবে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গত ৩০ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে বিটিভি নিউজ সম্প্রচার শুরু হয়েছে, যা সরকারের এই উদ্যোগেরই অংশ।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিটিভি দেশের প্রত্যন্ত অঞ্চলের খবর মানুষের কাছে পৌঁছে দিতে পারে, যেখানে প্রাইভেট চ্যানেলগুলোর সীমাবদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী রাষ্ট্রীয় টেলিভিশনের গুরুত্ব অনেক বেশি। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া, রাশিয়া এবং চীন তাদের রাষ্ট্রীয় টেলিভিশনকে আরও বড় আকারে সম্প্রসারণ করেছে। বাংলাদেশের বিটিভিকেও সেই মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শফিকুল আলমের মতে, প্রাইভেট চ্যানেলে আর্থিক বিবেচনার কারণে সীমিত সংখ্যক সংবাদ প্রচার করা সম্ভব হয়। তবে, বিটিভি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ সংবাদগুলো তুলে ধরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button