বরিশালে প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, অভিযোগ তদন্তাধীন


বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের সৈয়দা শাহজাদী বেগম নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অবসরের ছয় মাস আগেই প্রধান শিক্ষক আফরোজা বেগম অবৈধভাবে পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নেন।
বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে বই নেওয়ার সময় বিষয়টি জানাজানি হয়। জানা যায়, আফরোজা বেগমের ২০২৪ সালের ১ নভেম্বর অবসরে যাওয়ার কথা ছিল। তবে তিনি গত ২১ মে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের রেজল্যুশনের মাধ্যমে পাঁচ বছরের জন্য প্রধান শিক্ষক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ নেন।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে, চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগের কোনো বৈধতা নেই। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম মিলন জানান, যে কমিটির মাধ্যমে নিয়োগ দেখানো হয়েছে, সেটি বরিশাল শিক্ষা বোর্ড গত ২০২৩ সালের ২ এপ্রিল বাতিল করেছিল।
এ প্রসঙ্গে আফরোজা বেগম বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধে পরিচালনা পর্ষদ আমাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। আমি উচ্চ আদালতে রিট করেছি, বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান, “শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ আপাতত স্থগিত। উচ্চ আদালতের রায়ের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।