শিরোনাম
নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধভারতের অর্থনীতি মৃত—ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিল তাঁর দেশের সব এআইভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—সুপ্রিম কোর্টের সতর্কবার্তাযুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএগুলশানে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জানে আলম অপু রিমান্ডেমাদারীপুরে বালু তোলার ড্রেজার মেশিনে আগুন দিল উত্তেজিত জনতাকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ময়মনসিংহে ধর্ষণ মামলায় ২ আসামি গ্রেপ্তারবাংলাদেশি মডেল শান্তা ভারতে গুপ্তচরবৃত্তি করছিলেন কি না খতিয়ে দেখছে কলকাতা পুলিশসম্প্রচার প্রতিষ্ঠান ভারতীয়, পাকিস্তানে এশিয়া কাপ দেখা নিয়ে শঙ্কা

হত্যা মামলায় যাবজ্জীবনের আসামিকে গুলি করে হত্যা

হত্যা মামলায় যাবজ্জীবনের আসামিকে গুলি করে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এ ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের ছেলে। তিনি বদরখালীর আলোচিত নুরুল হুদা হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে স্টেশনের তিন রাস্তার মাথায় সোহায়েতসহ পাঁচ-ছয়জন যুবক গল্প করছিলেন। এ সময় নাপিতখালীপাড়ার দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে সোহায়েতকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তাঁর ঘাড়ে লাগে, এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সোহায়েত। অটোরিকশাটি চলে যাওয়ার সময় আরও এক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির আহাম্মদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহতের ঘাড়ে গুলি লাগার চিহ্ন রয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ জুন রাতে বদরখালীর নুরুল হুদাকে অপহরণ করে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল হুদার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার রায়ে আদালত সোহায়েতকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি তিনজনকে মৃত্যুদণ্ড দেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে নিজ এলাকায় ফিরেছেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোহায়েতকে কারা গুলি করেছে তা জানা সম্ভব হয়নি। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ওসি শফিকুল আরও বলেন, বদরখালীর নুরুল হুদা হত্যা মামলায় সোহায়েতকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর কারাগারে থাকার পর জামিনে বের হয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন অপরাধে তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button