শিরোনাম
বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫যে গ্রামের সবাই তিন বেলা একসঙ্গে খায়আসামিদের ভয়ে মামলা তুলে নিতে চান শহীদ সাজিদের বাবাশার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির দুই কর্মী গ্রেপ্তারনীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধভারতের অর্থনীতি মৃত—ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিল তাঁর দেশের সব এআইভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—সুপ্রিম কোর্টের সতর্কবার্তাযুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএগুলশানে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জানে আলম অপু রিমান্ডেমাদারীপুরে বালু তোলার ড্রেজার মেশিনে আগুন দিল উত্তেজিত জনতা

খুলনায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

খুলনায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

খুলনার দীঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দীঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল বলেন, আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলেও তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

নিহতের শ্যালক মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আল-আমিনকে কুপিয়ে হত্যার পর আমার বোন রিপা তাঁকে উদ্ধার করে প্রথমে দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত (ব্রড ডেড) ঘোষণা করেন।’

এ বিষয়ে দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button