শিরোনাম
যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএগুলশানে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জানে আলম অপু রিমান্ডেমাদারীপুরে বালু তোলার ড্রেজার মেশিনে আগুন দিল উত্তেজিত জনতাকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ময়মনসিংহে ধর্ষণ মামলায় ২ আসামি গ্রেপ্তারবাংলাদেশি মডেল শান্তা ভারতে গুপ্তচরবৃত্তি করছিলেন কি না খতিয়ে দেখছে কলকাতা পুলিশসম্প্রচার প্রতিষ্ঠান ভারতীয়, পাকিস্তানে এশিয়া কাপ দেখা নিয়ে শঙ্কাভ্যানের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে খুনহবিগঞ্জে চা-বাগানের রাস্তায় গাছ ফেলে ট্রাকে ডাকাতিমির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

কোনো আভাস ছিল না। হঠাৎ করেই হিউং-মিন সন ঘোষণা দিয়েছেন, এই গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে সন এ ঘোষণা দিয়েছেন।

টটেনহাম ছেড়ে যাওয়ার প্রসঙ্গে সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে আমি একটি কথা বলতে চাই—আমি এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবও এই সিদ্ধান্তে আমাকে সহায়তা করছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

৩৩ বছর বয়সী সন জানিয়েছেন, এটা তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বড় সিদ্ধান্ত। দক্ষিণ কোরিয়ান তারকা বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ কিছু স্মৃতি রয়েছে এখানে। সিদ্ধান্তটি নেওয়াটা খুবই কঠিন ছিল। নিজেকে আরও চ্যালেঞ্জ করতে নতুন এক পরিবেশের প্রয়োজন আছে। একটু পরিবর্তনের দরকার ছিল—১০ বছর অনেক দীর্ঘ সময়। আমি যখন এখানে এসেছিলাম, তখন মাত্র ২৩ বছর বয়স, অনেকটাই তরুণ বয়সে। এখন আমি একজন পূর্ণাঙ্গ মানুষ, একজন গর্বিত মানুষ হিসেবে ক্লাব ছাড়ছি।’

ক্লাব ও ভক্ত-সমর্থকদের কাছে কৃতজ্ঞ সন, ‘আমি টটেনহামের সব সমর্থকদের অসীম ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি, বিদায়ের এই সময়টাও সঠিক, এবং সবাই আমার সিদ্ধান্তকে সম্মান করবে।’

সনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া কোচ টটেনহাম টমাস ফ্র্যাঙ্ক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এই অসাধারণ মানুষ ও খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পারলে খুশি হতাম। তিনি প্রতিটি দিক থেকে একজন সত্যিকারের টটেনহাম কিংবদন্তি, প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের একজন।’

সনের পরবর্তী ঠিকানার ব্যাপারে আলোচনায় রয়েছে মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব। একই লিগে ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

২০১৫ সালে বায়ার লেভারকুজেন থেকে টটেনহাম দলে ভেড়ায় সনকে। ১০ বছরে ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ করেছেন ১৭৩ গোল, সহায়তা করেছেন ১০১ গোলে। টটেনহামের ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে ৪৫০-এর বেশি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। স্পার্সদের হয়ে জিতেছেন ইউরোপা লিগ। ২০১৯ সালে বার্নলির বিপক্ষে করা গোলে ফিফা পুসকাস অ্যাওয়ার্ড পায়। ২০২১-২২ মৌসুমে ২৩ গোল করে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জেতেন সন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button