শিরোনাম

চালের বাজারে স্থিতিশীলতা নেই

দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা

চালের বাজারে স্থিতিশীলতা নেই

চালের বাজারে স্বস্তি এখনও ফিরছে না। দুই সপ্তাহ ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। কর অব্যাহতি দেওয়া সত্ত্বেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। বরং মিলারদের অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তি বাড়ছে ক্রেতাদের।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেটসহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। দুই সপ্তাহ আগেও মিনিকেটের কেজি ছিল ৭৫ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। নাজিরশাইল চালের দামও প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে এখন ৮০-৮৬ টাকায় পৌঁছেছে।

বাজারে অন্যান্য চালের মধ্যেও দাম বৃদ্ধি দেখা গেছে। বিআর-২৮ চালের দাম ৫৮-৬০ টাকা থেকে বেড়ে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল (গুটি স্বর্ণা) কিনতে এখন ক্রেতাদের ৫৫-৫৮ টাকা গুণতে হচ্ছে, যা দুই সপ্তাহ আগে ছিল ৫০-৫৫ টাকা।

চালের বাজারের এই অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং মিল পর্যায়ে কড়া তদারকি অত্যন্ত জরুরি বলে মনে করছেন ক্রেতারা।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button