শিরোনাম

অনশনরত ছাত্রদের চিকিৎসায় শেবাচিমে ২টি মেডিকেল টিম প্রস্তুত

অনশনরত ছাত্রদের চিকিৎসায় শেবাচিমে ২টি মেডিকেল টিম প্রস্তুত

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা সেবার জন্য ২টি পৃথক মেডিকেল টিম গঠন করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। বুধবার দুপুরে মেডিসিন বিভাগের আরপি ডা. শরীফ উদ্দিন রায়হানকে প্রধান করে এই টিম গঠন করা হয়।

টিমের অন্যান্য সদস্যরা হলেন—মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. সপ্না বেগম ও ডা. সাজ্জাদ উজ্জামান, মেডিসিন ২ নং ইউনিটের আইএমও ডা. মেহেদী হাসান সৃজন ও ডা. দিলিপ রায়, মেডিসিন ১ নং ইউনিটের আইএমও ডা. মো. আবু নোমান এবং মেডিসিন ৩ নং ইউনিটের আইএমও ডা. মো. সালেহ উদ্দীন। হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত আদেশে টিমগুলোকে অনশনস্থলে উপস্থিত থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সার্বিক চিকিৎসা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, অনশনরত শিক্ষার্থী তাহমিদ ইসলাম দাইয়ান, সাফিন মাহমুদসহ অন্যান্যদের ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তারা ওয়ার্ডে যেতে অস্বীকৃতি জানান। ফলে হাসপাতালের পক্ষ থেকে অনশনস্থলে ফ্যান, ফোম, স্যালাইন স্ট্যান্ড ও স্যালাইনের ব্যবস্থা করা হয়।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন,
“শিক্ষার্থীদের ওয়ার্ডে এনে চিকিৎসা দেয়া হলে তারা দ্রুত সুস্থ হবেন। এজন্য আমরা ৮ সদস্যের ২টি মেডিকেল টিম গঠন করেছি এবং ওয়ার্ডে আনার চেষ্টা করেছি। কিন্তু তারা হাসপাতালের গেটের সামনেই চিকিৎসা নিতে অনড় রয়েছেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button