বরিশালে বিএম কলেজ ছাত্রলীগ নেতা সাউদ ইসলাম গ্রেফতার


বরিশাল প্রতিনিধি │ বরিশালের বিএম কলেজ ছাত্রলীগ নেতা সাউদ ইসলামকে আটক করেছে পুলিশ। জানা গেছে, মধু মিয়ার পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের আমলে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া নিরীহ ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে।
পুলিশ জানিয়েছে, সাউদ ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।