শিরোনাম
সুগন্ধা ভাঙছে দশ গ্রাম নিয়ে, বসতবাড়ি হারাচ্ছে মানুষইসরায়েলের অর্থ ও সহায়তায় পরিকল্পনা চলছে সিরিয়া ভাঙার পরিকল্পনা, শামিল যুক্তরাষ্ট্রওআজকের মুদ্রাবিনিময় হার: ১৪ আগস্ট, ২০২৫বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীরজরিপের মাধ্যমে তাসকিনদের মনের কথা জেনেছেন বিসিবি সভাপতিহামজার গোলও বাঁচাতে পারল না লেস্টারকেবাড়ির ওপর আছড়ে পড়ল উল্কাপিণ্ড, বয়স পৃথিবীর চেয়ে ২ কোটি বছর বেশিশান্ত জলে লাল শাপলারংপুরে হত্যাচেষ্টার মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তারস্বাধীন ফিলিস্তিনের ‘কফিনে শেষ পেরেক ঠুকতে’ পশ্চিম তীরে নয়া বসতির অনুমোদন ইসরায়েলের

গোপালগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের মান্দারতলার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন সিকদার মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ভাই।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আজ বুধবার দুপুরে সুজন সিকদারকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ তিনি জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির পথসভায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৮ জুলাই গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার মোল্লা বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় সুজন সিকদারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button