শিরোনাম
বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ও মাদক জব্দমেঘনা সেতুর রেলিং–জয়েন্ট অ্যাঙ্গেল চুরি, ২ জন কারাগারেশেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিতের আদেশ আদালতেরঅটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকবিএনপি নেত্রীর বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদনগৃহহীনদের উচ্ছেদে নাছোড়বান্দা ট্রাম্প, ন্যাশনাল গার্ড–এফবিআই নামাচ্ছেন সড়কেসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টাজোটবদ্ধ নির্বাচনেও থাকবে দলীয় প্রতীক

স্পাইডার-ম্যানের নতুন সিনেমার শুটিং শুরু করলেন টম হল্যান্ড

স্পাইডার-ম্যানের নতুন সিনেমার শুটিং শুরু করলেন টম হল্যান্ড

স্পাইডার-ম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ২০০ মিলিয়নে তৈরি সিনেমাটি আয় করেছিল প্রায় দুই বিলিয়ন ডলার। তবুও পরের কিস্তির ঘোষণা দিতে অনেকটা সময় নিচ্ছিল মার্ভেল স্টুডিওস। অবশেষে কয়েক মাস আগে নতুন পর্বের ঘোষণা আসে, জানানো হয় টম হল্যান্ডই হবেন পরের কিস্তির স্পাইডার-ম্যান।

নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এতে স্পাইডার-ম্যানের পোশাকের ডিজাইনেও খানিকটা বদল আনা হয়েছে।

পরিচালনা করছেন ‘শ্যাং-চি’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

প্রথম দিনের শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন প্রকাশ করেছে সনি পিকচার্স। নতুন পোশাকেই শুটিংয়ে অংশ নিতে দেখা গেল টম হল্যান্ডকে। রাস্তায় চলতে থাকা একটি ট্যাংকের ওপর স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যের শুটিং হয় প্রথম দিন।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিংয়ে টম হল্যান্ড। ছবি: সংগৃহীত
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিংয়ে টম হল্যান্ড। ছবি: সংগৃহীত

গত রোববার প্রকাশিত এক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।

স্পাইডার-ম্যান হিসেবে ‘ব্র্যান্ড নিউ ডে’ টম হল্যান্ডের চতুর্থ সিনেমা। চার বছর পর এ চরিত্র হয়ে ক্যামেরার সামনে ফিরে অভিনেতা বলেন, ‘আমার খুব ভালো লাগছে। স্পাইডার-ম্যান হিসেবে এই নিয়ে চারবার। আশা করছি সব ঠিকঠাকভাবে শেষ হবে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কোনো চাপ নেই। এবার স্পাইডার-ম্যানের পোশাক পরে বেশ অন্যরকম লাগছে। আমাদের শুটিং সেটে এবারই প্রথম ভক্তরা এসেছেন। তাঁদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিংয়ে টম হল্যান্ড। ছবি: সংগৃহীত
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিংয়ে টম হল্যান্ড। ছবি: সংগৃহীত

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে তৈরি হচ্ছে একই শিরোনামের মার্ভেল কমিকস অবলম্বনে। এতে পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড ছাড়াও এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। আরও অভিনয় করছেন জ্যাকব বাটালন, স্যাডি সিঙ্ক, মার্ক রুফালো প্রমুখ। ২০২৬ সালের ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

দেখুন স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার প্রথম দিনের শুটিং:

ক্রাইম জোন ২৪
আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button