শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যার ফুটেজ দেখে চার আসামি গ্রেপ্তারইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানেজাবিতে ছাত্রদলের হল কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলপূর্বশত্রুতার জেরে চালককে কুপিয়ে জখম, ইজিবাইকে আগুনমোহাম্মদপুরে দিনে-দুপুরে চাপাতি ঠেকিয়ে ৪১ হাজার টাকা ছিনতাইযারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদপৃথিবীর প্রতিবেশে দৈত্যকার এক গ্যাস গ্রহ থাকার জোরালো ইঙ্গিতপ্রকাশ্যে সাংবাদিককে খুন, এ পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসানজাবিতে ছাত্রদলের হল কমিটি ঘোষণা, বাগছাসের উদ্বেগ প্রকাশচবি স্টেশনে দোকান নিয়ে দ্বন্দ্বে আহত ৩, প্রধান ফটকে তালা

কুয়েটে ক্যানটিন বয়ের কাছে মিলল ১২০ প্যাকেট গাঁজা

কুয়েটে ক্যানটিন বয়ের কাছে মিলল ১২০ প্যাকেট গাঁজা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী আবাসিক হলের ক্যানটিন বয়ের কাছ থেকে ১২০ প্যাকেট গাঁজা জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদ ভিত্তিতে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী আবাসিক হলের ক্যানটিন থেকে এই গাঁজা জব্দ করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) আনুমানিক বেলা আড়াইটার দিকে এসি আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী, খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন, এসআই ইতিয়াকসহ পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের ক্যানটিনে অভিযান চালায়। এ সময় তারা ক্যানটিন বয় মিরাজের কাছ থেকে ৮৬ প্যাকেট (১ কেজি ৬০০ গ্রাম) গাঁজা জব্দ করে।

খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক আজকের পত্রিকাকে জানান, কুয়েটের খানজাহান আলী আবাসিক হলের ক্যানটিন বয় মিরাজের কাছ ১২০টি প্লাস্টিকের প্যাকেটে থাকা ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫০ গ্রামের ১৬ প্যাকেট ও বাকি ১০৪ প্যাকেট সাড়ে ১১ গ্রাম ওজনের। মিরাজকে গ্রেপ্তার করে খানজাহান থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button