শিরোনাম
৮ মাস পর বুকের ধন ফিরে পাওয়ার আনন্দ বিষাদে রূপ নেয় জরিনারকক্সবাজার থেকে বান্দরবানে সারজিস আলমক্ষমতা থাকলে বাবরকে টি-টোয়েন্টিতে নিতেন ওয়াসিমদোকানে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স, নিহত ১ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহবসতবাড়িতে আসছে বিষধর সাপ, দংশনে এক মাসে ১১ জনের মৃত্যুআসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে ভোটার হওয়া যাবে ৩১ অক্টোবর পর্যন্ত: ইসি সানাউল্লাহ‘প্রধান উপদেষ্টাকে সেনা ক্যুর ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখছেন উপদেষ্টারা’বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেল বিএমডিএতোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

জাল সনদে স্কুলের সভাপতি হওয়া সেই আসামিকে অব্যাহতি

জাল সনদে স্কুলের সভাপতি হওয়া সেই আসামিকে অব্যাহতি

Ajker Patrika

জাল সনদে স্কুলের সভাপতি হওয়া সেই আসামিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২৩: ৩৪

Photo

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির অব্যাহতি পাওয়া সভাপতি মোহাম্মদ আলী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বিদ্যালয়ে সভাপতি পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীকে অব্যাহতি দিয়েছে শিক্ষা বোর্ড। সভাপতি হওয়ার ক্ষেত্রে জাল সনদ ব্যবহার করার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেমের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আদেশের কপি এই প্রতিবেদকের হাতে রয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীর সনদটি জাল প্রমাণিত হয়েছে ৷ এ কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

তথ্যমতে, গত ২৪ মার্চ মোহাম্মদ আলীকে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে তিনি যেসব সনদ জমা দিয়েছেন, তার মধ্যে অনার্সের সনদটি জাল বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে মাদক মামলায় তাঁর জেল খাটার বিষয়টিও জানাজানি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

৪ আগস্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এতে সদস্য করা হয়েছে শিক্ষা বোর্ডের উপসচিব মোহাম্মদ মোরশেদ আলম এবং উপবিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফিকে।

কমিটির সদস্যরা বুধবার (৬ আগস্ট) সাউদার্ন ইউনিভার্সিটিতে গিয়ে সনদটির বিষয়ে তদন্ত করেন। সেখানকার কতৃপক্ষ সনদটি জাল বলে শনাক্ত করে। এরপর বিকেলে শিক্ষা বোর্ডে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদন পাওয়ার পরপরই মোহাম্মদ আলীকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা জাল সনদে স্কুলের অ্যাডহক কমিটির সেই সভাপতির বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button