শিরোনাম

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছে মানুষ, সংসদ ভবন এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছে মানুষ, সংসদ ভবন এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার

Ajker Patrika

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছে মানুষ, সংসদ ভবন এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২: ০৭

Photo

‎দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’কে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

‎দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’কে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশ করার মুখে ফার্মগেট, আসাদগেট-সহ সংসদ ভবন এলাকায় পুলিশ, র‍্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারিতে রেখেছেন পুরো সংসদ এলাকা। ‎

আজ ‎মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

‎জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’-এর মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি চলছে। সংসদ ভবনের সামনের রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজক সংশ্লিষ্ট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

‎পুলিশ, র‍্যাব, আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল চলছে সংসদ ভবন এলাকায়।

‎সংসদ ভবন ও মিয়া অ্যাভিনিউতে নিরাপত্তার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা মহানগর পুলিশ ও র‍্যাবসহ সেনাবাহিনী, বিজিবির টহল রয়েছে। আইনশৃঙ্খলার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

‎দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’কে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
‎দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’কে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সংসদ ভবন এলাকায় আজ ‎সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান রয়েছে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে এরই মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেছে সাধারণ মানুষ। সকাল ১১টার মধ্যেই সহস্রাধিক মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছে।

‎রাজধানীর ধানমন্ডি থেকে আসা শাওন আলিফ আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাইয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসলাম। যদিও বৃষ্টির কারণে একটু দেরি হচ্ছে শুরু হতে। তবে এসে ভালোই লাগছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button