সন্ত্রাসবিরোধী মামলায় হেফাজতের সাবেক নেতাসহ ৮ আসামির সবাই খালাস


চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ আট আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবু হান্নান এ রায় দেন।
ইজহারুল ইসলাম চৌধুরী নগরের লালখান বাজার মাদ্রাসার মহাপরিচালক ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান।
মামলা থেকে খালাস পাওয়া অপর আসামিরা হলেন মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবদুস সাত্তার সরোয়ার বলেন, ‘মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষীরা অপরাধ প্রমাণ করতে পারেননি। এ জন্য আদালত আসামিদের খালাস দিয়েছেন।’
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর জেলার রাউজান উপজেলার রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেদিন ঘটনাস্থল থেকে ধর্মীয় বইসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় মুফতি ইজহারসহ আটজনের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
জানা গেছে, ২০১৩ সালে ৭ অক্টোবর নগরীর লালখান বাজারে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বোমার বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন ছাত্র আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
বোমা তৈরি করতে গিয়ে এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে উল্লেখ করে সে সময় পুলিশ বাদী হয়ে নগরীর খুলশী থানায় বিস্ফোরক আইনে পৃথক তিনটি মামলা করেন। ওই মামলার অভিযোগপত্রে আসামি ছিলেন মুফতি ইজহারুল ইসলাম ও তাঁর ছেলে হারুন ইজহার।