শিরোনাম

হাতিয়ায় হরিণের মাংসসহ যুবক গ্রেপ্তার

হাতিয়ায় হরিণের মাংসসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী হাতিয়ায় সাড়ে তিন কেজি হরিণের মাংসসহ মো. জাহিদ উদ্দিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার নলচিরাঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ উপজেলার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলচিরাঘাট এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে হরিণের মাংস পাওয়া যায়। পরে তাঁকে হাতিয়া থানায় নিয়ে আসা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র বনের হরিণ মেরে মাংসসহ শরীরের অংশ বিশেষ পাচার করে আসছে। জাহিদ সে চক্রের একজন সদস্য।

জাহিদকে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাটি করেন স্থানীয় বন বিভাগের বিট অফিসার আরিফুল ইসলাম।

এ বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক মিনহাজ উদ্দিন জানান, জাহিদকে বন বিভাগের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও যাঁরা জড়িত রয়েছে তাঁদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button