শিরোনাম

লাইন্সেস ছাড়া তরল দাহ্য পদার্থ বিক্রি ও নদীতে বালু তোলায় জরিমানা, কারাদণ্ড

লাইন্সেস ছাড়া তরল দাহ্য পদার্থ বিক্রি ও নদীতে বালু তোলায় জরিমানা, কারাদণ্ড

Ajker Patrika

লাইন্সেস ছাড়া তরল দাহ্য পদার্থ বিক্রি ও নদীতে বালু তোলায় জরিমানা, কারাদণ্ড

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২০: ৪২

Photo

পাটগ্রাম ইউনিয়নের মাশানটারি এলাকায় এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজারে ও পাটগ্রাম ইউনিয়নের মাশানটারি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অভিযানে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) হাসানের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল সহায়তা করে।

বাউরা বাজারে হাশেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাশেম আলীকে লাইসেন্স ছাড়া পেট্রোল, অকটেন, ডিজেল বিক্রি করায় অর্থদণ্ড দেওয়া হয়। লাইসেন্স না থাকায় দোকানে কেনাবেচা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে মাশানটারি এলাকায় ধরলা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় রাব্বি হাসানকে (২২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত যুবকের বাড়ি একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারামারা গ্রামে।

ইউএনও উত্তম কুমার দাশ বলেন, পরিবেশ ও জননিরাপত্তার জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button