শিরোনাম
শুধু সংবিধান পরিবর্তন করে দেশকে ভালো অবস্থায় নেওয়া যাবে না: আসিফ নজরুলসন্ত্রাসবিরোধী মামলায় হেফাজতের সাবেক নেতাসহ ৮ আসামির সবাই খালাসগণ-অভ্যুত্থানে গিয়ে এক বছরেও ফেরেননি সোনারগাঁয়ের মুন্নাচট্টগ্রাম ভেটেরিনারির সহকারী পরিচালককে বহিষ্কারভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে এখনই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টামামলা থাকলে নিষ্পত্তি পর্যন্ত পদোন্নতি স্থগিত, তদবির হবে ‘অসদাচরণ’উত্তর কোরিয়াকে গালি দিতে সীমান্তে স্থাপন করা মাইক সরিয়ে নিচ্ছে দক্ষিণহাতিয়ায় হরিণের মাংসসহ যুবক গ্রেপ্তারঅড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্টের নতুন তারিখ ঘোষণাসখীপুরে বিদ্যুতায়িত হয়ে প্রবাসীর মৃত্যু, দেশে ফিরেছিলেন মাত্র ১৫ দিন আগে

আবার কিশোরগঞ্জের এসপির দায়িত্বে হাছান চৌধুরী

আবার কিশোরগঞ্জের এসপির দায়িত্বে হাছান চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার আগের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন।

এর আগে গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। এ সময় তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়ে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এই ঘটনার পরপরই কিশোরগঞ্জের তৎকালীন পুলিশ সুপার হাছান চৌধুরীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ সদর দপ্তরের পুনর্বিবেচনায় এসপি হাছান চৌধুরীর দায়িত্ব পালনে প্রশাসনিক কোনো গাফিলতি পাওয়া না যাওয়ায় তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। ফলে তিনি কিশোরগঞ্জে এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সালের ৩১ আগস্ট এসপি হিসেবে তিনি এই পদে যোগ দেন।

এ বিষয় জানতে মোহাম্মদ হাছান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আজ সোমবার থেকে এসপি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাই।’

উল্লেখ্য, থাইল্যান্ডে চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৯ জুলাই দেশে ফিরে আসেন।

আ্ররও পড়ুন:



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button