শিরোনাম
অন্তর্বর্তী সরকার বিপরীত পথে হাঁটছে: বজলুর রশিদরাজনৈতিক বিভেদ থাকলে দেশ অনিবার্যভাবে ওয়ান-ইলেভেনের দিকে যাবে: মঞ্জুএ সরকার কোনো বিপ্লবী সরকার নয়, এটি অলস সরকার: শিবির সভাপতিচীনে বেড়েছে চিকুনগুনিয়া সংক্রমণ, আক্রান্ত ৭ হাজারেরও বেশিএসএসসি পাসে মিনিস্টার হাই-টেক পার্কে চাকরি, নেবে ৪০ জনশহীদের কবর জিয়ারত করতে গিয়ে ফেনীতে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের হট্টগোলজোড়া গোলে রাঙালেন নেইমার, ফিরবেন কবে ব্রাজিল দলেমুরাদনগরে ট্রিপল মার্ডার: নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগবেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, ৪৫ বছরেও আবেদনের সুযোগবোয়িংয়ের যুদ্ধাস্ত্র কারখানার শ্রমিকদের ধর্মঘট

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এম শমশের আলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

আজ রোববার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবরটি জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. এম শমশের আলী স্যার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button