শিরোনাম

৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরম কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরম কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশের তিন বিভাগ— রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (০২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পরবর্তী দুই দিনেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। আগামী দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী অথবা অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এদিকে টানা বৃষ্টির ফলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button