শিরোনাম
মহাপরিচালক ছাড়া নেই আর কোনো কর্মকর্তাইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলমফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটচাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরিভারত-যুক্তরাজ্য শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আড়ালেপাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির গ্রেপ্তার হওয়া ৩ নেতা বহিষ্কারবিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওতারেক রহমান রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য: ব্যারিস্টার হেলালপাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির

২৫ বছরেও হয়নি সংস্কার, চলাচলে চরম ভোগান্তি

২৫ বছরেও হয়নি সংস্কার, চলাচলে চরম ভোগান্তি

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর থেকে ভরাটের সড়কটির বেহাল দশা দীর্ঘদিনের। প্রায় ২৫ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দেবীপুর ও ভরাট গ্রামের সাধারণ মানুষ ও চাষিরা।

বৃষ্টির মৌসুমে দুর্ভোগ আরও তীব্র হয়। কাদা ও গর্তে ভরা এই সড়কে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। যাতায়াতে বিকল্প পথ না থাকায় অনেক দূর ঘুরে যেতে হয়। স্থানীয়দের ভাষ্য, সড়কটি চালু হলে দুই গ্রামের মধ্যে সহজ যোগাযোগ স্থাপন হবে এবং কৃষিপণ্য পরিবহনও হবে সাশ্রয়ী ও ঝুঁকিমুক্ত।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই সড়কই ছিল দুই গ্রামের প্রধান চলাচলের পথ। প্রায় ২৫ বছর আগে আংশিক হেয়ারিং বন্ড দেওয়া হলেও পরে কাজ আর এগোয়নি। কোথাও কোথাও ইটের চিহ্নও দেখা যায় না। বামন্দী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ‘রাস্তাটি এমন অবস্থায় আছে যে মানুষ যানবাহন নিয়ে চলতে চায় না। দুর্ঘটনার আশঙ্কাও থাকে সব সময়।’

স্থানীয় কৃষক মিরাজ আলী বলেন, ‘রাস্তাটি একেবারেই চলার মতো না। ফসল নিয়ে গাড়ি চলাচলের সময় সব সময় ভয়ে থাকি—না জানি কখন গাড়ি উল্টে যায়।’ অটোচালক শিহাব আলীর অভিযোগ, ‘রাস্তাটি এত খারাপ যে অটো, ভ্যান, মাইক্রো কোনো যানই চলতে পারে না। বাধ্য হয়ে অনেকটা ঘুরে যেতে হয়।’

ভ্যানচালক ইউসুফ আলী বলেন, ‘অনেক রাস্তায় কাজ হচ্ছে, কিন্তু এই রাস্তাটার দিকে কেউ তাকায় না। এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, তাই কেউ ভাড়াও দিতে চায় না।’ পথচারী ওবায়দুল হক জানান, ‘রাস্তায় এত বড় গর্ত যে হেঁটেও চলা যায় না ঠিকমতো। যানবাহনচালকেরা এ রাস্তায় যেতে চায় না।’

জানতে চাইলে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওহাব আলী বলেন, ‘মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করছে। দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ এ বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ‘রাস্তাটির উন্নয়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাগজপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button