শিরোনাম
মহাপরিচালক ছাড়া নেই আর কোনো কর্মকর্তাইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলমফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটচাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরিভারত-যুক্তরাজ্য শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আড়ালেপাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির গ্রেপ্তার হওয়া ৩ নেতা বহিষ্কারবিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওতারেক রহমান রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য: ব্যারিস্টার হেলালপাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির

১১ জনের ৮ জনই অনিয়মিত ছাত্র!

১১ জনের ৮ জনই অনিয়মিত ছাত্র!

দীর্ঘ চার বছর পর ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এই কমিটির সদস্যদের মধ্যে মাত্র তিনজন নিয়মিত শিক্ষার্থী। অন্য আটজন অনিয়মিত বা সান্ধ্যকালীন কোর্সে যুক্ত রয়েছেন।

গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সরদার জহুরুল ইসলাম।

সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মেহেদী হাসান, আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবিহা আলম মুন্নি এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জান্নাতুল নাঈম তুহিনা।

কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শফিকুল ইসলাম শফিক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফারসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তাহের রহমান এবং সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জাহিন বিশ্বাস এষা।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান মিঠুকে। দপ্তর সম্পাদক হয়েছেন আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাফিউল জীবন।

খোঁজ নিয়ে জানা গেছে, একমাত্র সহসভাপতি জান্নাতুল নাঈম তুহিনা স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণিতে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা চতুর্থ বর্ষে নিয়মিত অধ্যয়নরত। সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু সম্প্রতি নতুন করে প্রথম বর্ষে ভর্তি হয়ে ছাত্রত্ব অর্জন করেছেন।

কমিটির অন্য সদস্যরা বিভিন্ন বিভাগের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি রয়েছেন বলে জানা গেছে, যদিও তাঁদের দিনের বেলায় ক্লাস হয় না। ফলে ছাত্ররাজনীতির নিয়মিত কার্যক্রমে তাঁদের সক্রিয়ভাবে যুক্ত থাকার সুযোগ নিয়ে উঠেছে প্রশ্ন।

এ বিষয়ে সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘ফ্যাসিস্ট শাসনামলে আমি প্রথম বর্ষের পরীক্ষা দিতে পারিনি। দুবার জেল থেকে পরীক্ষায় অংশ নিতে হয়েছে। এখনো শিক্ষাজীবন শেষ হয়নি। বর্তমানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি রয়েছি।’

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৬ জুলাই ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যার আহ্বায়ক ছিলেন বর্তমান সভাপতি সুলতান আহমেদ রাহী এবং যুগ্ম আহ্বায়ক ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button