শিরোনাম
ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—সুপ্রিম কোর্টের সতর্কবার্তাযুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএগুলশানে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জানে আলম অপু রিমান্ডেমাদারীপুরে বালু তোলার ড্রেজার মেশিনে আগুন দিল উত্তেজিত জনতাকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ময়মনসিংহে ধর্ষণ মামলায় ২ আসামি গ্রেপ্তারবাংলাদেশি মডেল শান্তা ভারতে গুপ্তচরবৃত্তি করছিলেন কি না খতিয়ে দেখছে কলকাতা পুলিশসম্প্রচার প্রতিষ্ঠান ভারতীয়, পাকিস্তানে এশিয়া কাপ দেখা নিয়ে শঙ্কাভ্যানের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে খুনহবিগঞ্জে চা-বাগানের রাস্তায় গাছ ফেলে ট্রাকে ডাকাতি

ইতিহাস গড়া দামে নাইজেরিয়া ফুটবলারের দলবদল

ইতিহাস গড়া দামে নাইজেরিয়া ফুটবলারের দলবদল

Ajker Patrika

ইতিহাস গড়া দামে নাইজেরিয়া ফুটবলারের দলবদল

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৬: ৪৪

Photo

ইতিহাস গড়া দামে নাইজেরিয়া ফুটবলারের দলবদল। ফাইল ছবি

দারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।

ওসেমিনের সঙ্গে চুক্তি মূল্য দলবদলের বাজারে গড়েছে ইতিহাস। ওসিমেনকে কিনতে গালাতাসারায়ের খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। তুর্কি লিগে ওসিমেন এখন সবচেয়ে বেশি দামি খেলোয়াড়। তাঁর আগে সর্বোচ্চ দামে কেনা ফুটবলারের তিন গুনেরও বেশি। মরক্কান স্ট্রাইকার ইউসুফ এন নাসরিকে গত মৌসুমে সেভিয়া থেকে ২০ মিলিয়ন ইউরোয় কিনেছিল ফেনারবাচে। এত দিন এটি ছিল তুর্কি দলবদলের বাজারের সর্বোচ্চ দাম।

এক মৌসুম আগেও এই ওসিমেনের দাম ছিল ১৫০ মিলিয়ন ইউরো। চেলসি, পিএসজি ও ম্যানইউর মতো ক্লাব তাঁকে দলে ভেড়াতে চেয়েছিল। ২০২২-২৩ মৌসুমে নাপোলিতে দুর্দান্ত ছন্দে ছিলেন ওসিমেন। গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে কিনতে উঠেপড়ে লেগেছিল ইউরোপের জায়ান্টরা। কিন্তু তিনি নাপোলিতে থাকতে চেয়েছিলেন। ২০২৪-২৫ মৌসুমের শুরুতে ওসিমেন আবার ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন। ওসিমেন যে ক্লাবে যেতে চেয়েছিলেন তাদের সঙ্গে নাপোলির সমঝোতা হয়নি। ক্ষোভে ওসিমেনও নাপোলি থাকতে চাননি। যে কারণে ইউরোপের সেরা পাঁচ ক্লাবের দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় নাইজেরিয়ান স্ট্রাইকারকে ধারে গালাতাসারায়ে পাঠিয়ে দেয় নাপোলি।

ফরাসি ক্লাব লিল থেকে ২০২০ সালে নাপোলিতে যোগ দেন ওসিমেন। ২০২২-২৩ মৌসুমে নাপোলির অবিস্মরণীয় সিরি-আ জয়ে দুর্দান্ত পারফর্ম করে তিনি নজর কাড়েন ফুটবল বিশ্বের। দলকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতানোর পথে ৩২ ম্যাচে ২৬ গোল করেন তিনি। ২০২৩ সালে নির্বাচিত হন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারও।

ভবিষ্যতে তাকে অন্য কোন ক্লাবে বিক্রি করলে দামের ১০ শতাংশ দিতে হবে নাপোলিকে। তিনি গালাতাসারায়ে থেকে সাইনিং বোনাস, ইমেজ স্বত্ব ও বেতন বাবদ মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো পাবেন ওসিমেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button