শিরোনাম
চাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলিব‍্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার‘নোবেল ডিজিজ’ কী, অনেক নোবেল বিজয়ী এই ‘রোগে’ আক্রান্ত হন কেনকিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন: সাখাওয়াত হোসেনবিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ কেমন করলেন বাংলাদেশি দুই সাঁতারু‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’: হাসপাতাল ভাঙচুর, ফটকে তালাগাজায় খাদ্যের খোঁজে দুই দিনে প্রাণ গেল শতাধিক ফিলিস্তিনির: জাতিসংঘজুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকেজাতীয় ঐক্য গড়তে হাজারো রাজবন্দীকে মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টধর্ষণের দিন হাকিমির স্ত্রী-সন্তান ছিলেন ছুটিতে, অভিযোগ নারীর

সাইমের অলরাউন্ড ঝলকে পাকিস্তানের দারুণ জয়

সাইমের অলরাউন্ড ঝলকে পাকিস্তানের দারুণ জয়

Ajker Patrika

সাইমের অলরাউন্ড ঝলকে পাকিস্তানের দারুণ জয়

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২: ১২

Photo

৫৭ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন সাইম আইয়ুব। ছবি: সংগৃহীত

হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি মিলে টানা ৮ ম্যাচে হেরেছে। পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা সুখকর হয়নি তাদের। আজ লডারহিলে সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে হেরেছে তারা। সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।

সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সাইমের ফিফটি, ফখর জামান-হাসান নওয়াজদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ১৭৮ রান তোলে সফরকারীরা। জবাবে ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৬৪ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হারের বড় কারণ ছিল—দুই ওপেনার জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রুর মন্থর ব্যাটিং। চার্লস ৩৬ বলে করেছেন ৩৫ রান, জুয়েল ৩৩ বলে করেন ৩৫ রান। মিডল অর্ডার ব্যাপাররাও ব্যর্থ হয়েছেন। শেষ দিকে জেসন হোল্ডার ও শামার জোসেফ কিছুটা লড়াই করেছেন। তবে রানের তুলনায় বল ছিল কম। হোল্ডার ৪ ছক্কায় ১২ বলে ৩০ রান অপরাজিত থাকেন। জোসেফ ১২ বলে করেন ২১ রান।

পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ২৩ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সাইম।

তার আগে সাইমের ৩৮ বলে ৫৭, ফখরের ২৪ বলে ২৮, হাসানের ১৮ বলে ২৪ রানে কল্যাণে ১৭৮ রান তোলে পাকিস্তান। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন জোসেফ। ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৫৭ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন সাইম আইয়ুব। আগামী পরশু একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেখা হবে এ দুই দলের।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button