[ad_1]
সাইমের অলরাউন্ড ঝলকে পাকিস্তানের দারুণ জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২: ১২
৫৭ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন সাইম আইয়ুব। ছবি: সংগৃহীত
হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি মিলে টানা ৮ ম্যাচে হেরেছে। পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা সুখকর হয়নি তাদের। আজ লডারহিলে সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে হেরেছে তারা। সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সাইমের ফিফটি, ফখর জামান-হাসান নওয়াজদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ১৭৮ রান তোলে সফরকারীরা। জবাবে ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৬৪ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের হারের বড় কারণ ছিল—দুই ওপেনার জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রুর মন্থর ব্যাটিং। চার্লস ৩৬ বলে করেছেন ৩৫ রান, জুয়েল ৩৩ বলে করেন ৩৫ রান। মিডল অর্ডার ব্যাপাররাও ব্যর্থ হয়েছেন। শেষ দিকে জেসন হোল্ডার ও শামার জোসেফ কিছুটা লড়াই করেছেন। তবে রানের তুলনায় বল ছিল কম। হোল্ডার ৪ ছক্কায় ১২ বলে ৩০ রান অপরাজিত থাকেন। জোসেফ ১২ বলে করেন ২১ রান।
পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ২৩ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সাইম।
তার আগে সাইমের ৩৮ বলে ৫৭, ফখরের ২৪ বলে ২৮, হাসানের ১৮ বলে ২৪ রানে কল্যাণে ১৭৮ রান তোলে পাকিস্তান। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন জোসেফ। ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৫৭ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন সাইম আইয়ুব। আগামী পরশু একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেখা হবে এ দুই দলের।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]